হাকিম বাবুল, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলার সিংঙ্গাবরুনা ইউনিয়নের জুলগাঁও পাহাড়ি গ্রামের দুদু মিয়া (৫০) নামে এক কৃষক বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে মারা গেছে। শুক্রবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুদু মিয়া ওই গ্রামের মৃত বক্তার মিয়ার ছেলে।
বনবিভাগের বালিঝুড়ি সদর বীটের বীট অফিসার নূহস চন্দ্র হাজং জানান, হাতি তাড়াতে স্থানীয় কৃষকরা পালাক্রমে ধান ক্ষেত পহারা দেয়। বৃহস্পতিবার রাতে একটি ধান ক্ষেতের টং ডেরা ঘরে পাহারা দিতে গিয়ে ঘুমিয়ে পড়ে দুদু মিয়া। শুক্রবার ভোর চারটার দিকে ভারতের গারোপাহাড় থেকে নেমে আসা একদল বন্যহাতি ওই টংগরে আক্রমণ করে ভেঙ্গে তছনছ করে।
এসময় হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুদু মিয়া মারা যায়। পরে বন্যহাতির দল ক্ষেতের কচি ধান গাছ খেয়ে সাবাড় করে চলে যায়। সকালে এক কৃষক ধান ক্ষেতে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। এ ঘটনায় স্থানীয় ইউএনও এবং রেঞ্জ কর্মকর্তাসহ সরকারি বিভিন্ন স্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।