রতন সিং, দিনাজপুর: সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শুক্রবার সকালে সমাবেশ ও মানববন্ধন করেছে দিনাজপুরের সাংবাদিকেরা। দিনাজপুর প্রেসক্লাবের উদ্যোগে সকাল ১১টা থেকে ক্লাবের সামনের সড়কে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী এই সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ঘন্টাব্যাপী সমাবেশে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মির্জা আনোয়ারুল ইসলাম তানু ও সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দীন বাচ্চু, সনাকের সভাপতি সাবেক পৌর মেয়র সফিকুল হক ছুটু, শহর আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, কোতয়ালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, সরকারী কলেজের অধ্যাপক জলিল আহমেদ, কলেজিয়েট কলেজের অধ্যক্ষ হাবিবুল ইসলাম বাবুল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পরিমল চক্রবর্তী তপন, প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আহসানুল আলম সাথী এবং সাংবাদিক কামরুল হুদা হেলাল। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল সমাবেশ পরিচালনা করেন।
বক্তারা বলেন, আজ দেশের মানুষ সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন। বীরের জাতি বাংলার মাটিতে জঙ্গিবাদের কোন স্থান নেই। যারা ইসলামের মহান বাণীকে বিকৃত করে নিরীহ মানুষ হত্যা করছে তারা ইসলাম ও দেশের শত্রু। জনগণ জঙ্গিবাদের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তুলেছে তার মাধ্যমে জঙ্গিবাদের কবর রচিত হবে।