আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): “সন্ত্রাস নয়, শান্তি চাই, সন্ত্রাসমুক্ত জীবন চাই” এই শ্লোগানে টাঙ্গাইলের ধনবাড়ীর ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শনিবার সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী অভিভাবক সমাবেশ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহজাহানের সঞ্চালনায় ও ধোপাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, মাহবুবুর আলম, আফাজ উদ্দিন, মাহিদুল ইসলাম, আঃ হাই তালুকদার, আবু জাফর, আজহারুল ইসলাম, মিজানুর রহমান প্রমুখ।