অলিউল হক ডলার, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী, র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় বিএম ফাজিল মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা জঙ্গি ও সন্ত্রাসবিরোধী র্যালি ও মানববন্ধন করে।
নাচোল খুরশেদ মোল্লা বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশীষ কুমার চক্রবর্তী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুন্নাহারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অপরদিকে বেলা ১১টায় নেজামপুর উচ্চ বিদ্যালয় ও নেজামপুর আলিম মাদ্রাসা পৃথক পৃথকভাবে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী র্যালি, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে।
নেজামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহপ্রধান শিক্ষক হামিদ আলী, সহকারী শিক্ষক বাদশা প্রমুখ।
নেজামপুর আলিম মাদ্রাসার জঙ্গি ও সন্ত্রাসবিরোধী র্যালি ও মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাহবুব আলম, অধ্যাপক মাহবুবুর রহমান ও সহকারী অধ্যাপক হাফিজুর রহমান প্রমুখ।
মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।