হাকিম বাবুল, শেরপুর: শেরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শনিবার সন্ত্রাস ও জঙ্গিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কওমি মাদরাসা বোর্ডের আহ্বানে শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা মুন্সীবাজার সড়কের পাশে মানববন্ধন করে। ঘন্টাব্যাপী মানববন্ধনে মাদরাসার সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ অদু, ভারপ্রাপ্ত মোহতামিম মাওলানা সিদ্দিক আলম প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে শেরপুর সরকারি কলেজ, শেরপুর সরকারি মহিলা কলেজ, ডা. সেকান্দর আলী মহাবিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব সমাবেশে জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম রিয়াজুল হাসান, মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার প্রমুখ বক্তব্য রাখেন।