ঐক্যবদ্ধ থাকলে জনগণকে বঞ্চিত হতে হয় না: আনোয়ার হোসেন মঞ্জু

রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পরিবেশ ও বনমন্ত্রী এবং জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে তাদের বঞ্চিত হতে হয় না। আমরা ৩২ বছর ধরে বলে এসেছি, রাজনীতির ঊর্ধ্বে উঠে এলাকার মানুষের একতা বজায় রাখা গেলে মানুষ তার ন্যায্য হিস্যা পাবেই। কখনোই ঐক্য বিনষ্ট করে রাজনৈতিক বিভাজনের নামে মানুষের ভাগ্যোন্নয়নকে ব্যাহত করা ঠিক নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, স্থানীয় সরকার ব্যবস্থায় নির্বাচিত জনপ্রতিনিধিরা যদি উন্নয়নবান্ধব, কর্মঠ, জনসেবক ও দক্ষ হন তাহলে সে এলাকার উন্নয়নও বৃদ্ধি পায়।

????????????????????????????????????
আনোয়ার হোসেন মঞ্জু গোপালপুরে নবনির্মিত ব্রিজের উদ্বোধন করেন।

তিনি শনিবার দুপুরে কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের গোপালপুর গ্রামের সর্বজনীন পূজামণ্ডপের সামনের খালে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত ব্রিজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মো. রুস্তম আলীর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা জেপির সভাপতি মাহবুবুর রহমান খান, সাধারণ সম্পাদক শাহ আলম নসু, সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ, আমরাজুড়ি ইউপি চেয়ারম্যান শেখ সামসুদ্দোহা চাঁদ, যুব সংহতির আহবায়ক মঞ্জুরুল মাহফুজ পায়েল, ইউপি সদস্য সমীরন সরকার, সাবেক ইউপি সদস্য ইন্দ্রজিত কুন্ডু, অনিমেষ মণ্ডল প্রমুখ।

পরে আনোয়ার হোসেন মঞ্জু কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের গোয়ালতা হাওলাদার বাড়ির সামনের খালের উপর দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত ব্রিজের উদ্বোধন করেন এবং দোয়া মোনাজাতে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন চৌধুরী পপি, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, ইউপি চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু, আমরাজুড়ি ইউপি চেয়ারম্যান শেখ সামসুদ্দোহা চাঁদ, জেপির সভাপতি মাহবুবুর রহমান খান, সাধারণ সম্পাদক শাহ আলম নসু, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম তালুকদার, সমাজসেবক আব্দুল লতিফ খসরু, জাহিদ হোসেন সিকদার, জেপির যুগ্ন সাধারণ সম্পাদক খান মো. বাচ্চু, ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, প্রভাষক হারুন আর-রশীদ, যুব সংহতির সাবেক সভাপতি জাকির হোসেন নসু, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিল্টন, যুব সংহতির আহবায়ক  মঞ্জুরুল মাহফুজ পায়েল, যুগ্ন-আহবায়ক শেখ লিটন, সদস্য সচিব জিয়াউল হাসান জুয়েল, শ্রমিক পার্টির সভাপতি হারুন-আর রশীদ, কৃষক পার্টির সভাপতি হারুণ আর রশীদ, সয়না রঘুনাথপুর ইউনিয়ন জেপির সভাপতি আব্দুল কুদ্দুস খান, চিড়াপাড়ার রেজা তালুকদার, মহিলা পার্টির সভানেত্রী সাহিদা জেসমিন, সাধারণ সম্পাদিকা  ইউপি সদস্য আকতারুন নাহার রেবা, জাতীয় মৎস্য পার্টির সভাপতি আব্দুল ওয়াদুদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.