রতন সিং, দিনাজপুর: দিনাজপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত ও ছয় জন আহত হয়েছেন।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম জানায়, শনিবার দুপুর ১২টায় দিনাজপুর শহরের ডায়াবেটিক মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি ইজিবাইক ছয় জন যাত্রীসহ উল্টে দুমড়ে মুচরে যায়। ঘটনাস্থলে ইজিবাইক যাত্রী বিউটি (২৮), বাদল (৭), বাবু (৫) রফিকুল ইসলাম (৩৫), রাব্বি (১৮) ও বাইকচালক আব্দুল মজিদ (৩০) আহত হয়। আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে শুক্রবার রাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের সদর উপজেলার গোয়ালহাট নামকস্থানে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সদর উপজেলার দক্ষিণ উলিপুর গ্রামের আফসার উদ্দীনের পুত্র রাশেদুল ইসলাম (২৬) গুরুতর আহত হয়। আহত রাশেদুলকে রাতেই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এব্যাপারে কোতয়ালী থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।