মিলন কর্মকার রাজু, কলাপাড়া (পটুয়াখালী): ব্যাংক ঋণ থেকে বাঁচতে নিজ দোকানে আগুন দিয়ে পার্শ্ববর্তী তিনটি দোকান পুড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত ইউনুচ পাহোলান ওরফে আগুন ইউনুচের বিচারের দাবিতে বিক্ষুদ্ধ হয়ে উঠেছে ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ। রোববার বিকেলে পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে আগুন ইউনুচের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতি লি. এর আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নজির আহম্মেদ। বক্তব্য রাখেন ব্যবসায়ী প্রভাষক রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানা, নাসির তালুকদার, গোলাম মোস্তফা, নাসির উদ্দিন খালাসী, মো. আঃ বারেক, দুলাল হোসেন, মাসুম খান, মো. সোহেল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আগুন ইউনুচ এখন পৌর শহরের ব্যবসায়ীদের কাছে আতংকের নাম। ব্যবসায়ীরা কোটি কোটি টাকা বিনিয়োগ করে শহরে শান্তিপূর্ণভাবে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করলেও স্বার্থান্বেষী ইউনুচের মতো ব্যবসায়ীর লালসার কারণে আজ ইলেকট্রনিক্স ব্যবসায়ী রতিরঞ্জন দাস কুট্রি, সুতা ব্যবসায়ী দুলাল হোসেন, মোবাইল ব্যবসায়ী এমিলি সর্বশান্ত। তাদের ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়ে আগুন ইউনুস আবার শহরে ব্যবসা প্রতিষ্ঠান খোলার পাঁয়তারা করছে। তাই ব্যবসায়ী ইউনুচকে অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন শহরের শতশত ব্যবসায়ী।