রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার কেউন্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, কেউন্দিয়া গ্রামের রোমান সিকদারের ছেলে তারেক হোসেন (৬) সবার অগোচরে রবিবার দুপুরে বাড়ির পাশে পুকুরে পানিতে ডুবে যায়।
এ সময় পরিবার ও এলাকার লোকজন পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে কাউখালী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাউখালী স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা.ছিদ্দিকুর রহমান বলেন, শিশুটি স্বাস্থ্যকেন্দ্রে আনার আগেই মারা গেছে।