দিনাজপুর নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আব্দুর রহিম

রতন সিং, দিনাজপুর: লাখো মানুষের উপস্থিতিতে নামাজে জানাজা শেষে সোমবার দিনাজপুর নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, ও আওয়ামী লীগের সাবেক সাংসদ আলহাজ্ব এম. আব্দুর রহিম।

????????????????????????????????????
লাখো মানুষের উপস্থিতিতে নামাজে জানাজা শেষে নিজ গ্রামে সমাহিত হন আলহাজ্ব এম. আব্দুর রহিম।

সোমবার সকাল ১১টায় দিনাজপুর শহরের গোর-এ শহীদ বড় ময়দানে স্মরণাতীতকালের বৃহত্তম নামাজে জানাজায় লাখো মানুষের ঢল নামে। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম এম. আব্দুর রহিমকে একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম ও গার্ড অব অনার প্রদান করেন। বাদ জোহর মরহুমের গ্রামের বাড়ি সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের জালালপুরের পাঁচকুড় বাজার মাদ্রাসা মাঠে  তিন বার জানাজার পর পারিবারিক গোরস্তানে তাঁকে দাফন করা হয়।

জানাজায় মরহুমের পুত্র বিচারপতি এম. ইনায়েতুর রহিম, সংসদের হুইপ ইকবালুর রহিম, বিচারপতি ওবায়দুল হাসান, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এ্যাডঃ মোস্তাফিজুর রহমান এমপি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, সিনিয়র জেলা ও দায়রা জজ হোসেন শহীদ আহমদ, জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার মোঃ হামিদুল আলম, জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী, দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেনসহ বিজিবি’র সদস্য, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

এর আগে সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে সর্বস্তরের হাজার হাজার মানুষ জননেতা এম. আব্দুর রহিমকে ফুলেল শ্রদ্ধা জানান। রোববার সকাল সাড়ে ১১টায় জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এম. আব্দুর রহিম ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.