হাকিম বাবুল, শেরপুর: শ্রীবরদীতে সোমবার বিভিন্ন হোটেল রেস্তোঁরায় ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পণ্য উৎপাদন, বিক্রি এবং মূল্যতালিকা না থাকার অভিযোগে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে পাঁচটি হোটেল-রেস্তোঁরাকে অর্থদণ্ড করেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শ্রীবরদীর ইউএনও খালেদা নাছরিন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আরিফুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে শ্রীবরদী বাজারের লাখো হোটেল, তাতিহাটি বাজারের সেলিম মিয়ার হোটেল, ভায়াডাঙ্গা বাজারের সোনার বাংলা হোটেল, রাজধানী হোটেল ও মিনা মিয়ার হোটেলকে এক হাজার টাকা করে অর্থদণ্ড দিয়ে তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। এসময় এসব হোটেল-রেস্তোঁরা থেকে পোড়া অস্বাস্থ্যকর তেল, ক্ষতিকর সোডা, রং ও বিভিন্ন কাঁচামাল এবং রান্না করা খাবার জব্দ করে ধ্বংস করা হয়।
এদিকে ভায়াডাঙ্গা বাজারে হোটেল-রেস্তোঁরায় অভিযানকালে বাজারের অন্যান্য সকল দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা সটকে পড়েন। অভিযানে জেলা স্বাস্থ্য বিভাগের স্যানেটারি ইন্সপেক্টর মুতাসিম বিল্লাহ আজাদ, ক্যাব জেলা কমিটির সম্পাদক হাকিম বাবুল, শ্রীবরদী থানার উপ-পরিদর্শক (এসআই) সাজিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সরা সাথে ছিলেন।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আরিফুল ইসলাম জানান, জনমনে সচেতনতা সৃষ্টি এবং নকল ও ভেজাল পণ্য, খাবার বন্ধ করতে নিয়মিত বাজার মনিটরিং কর্মসূচির অংশ হিসেবে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, ক্যাব ও পুলিশ সার্বিক সহায়তা করেন।