আত্রাইয়ে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা ও প্রেস ব্রিফিং

একেএম কামাল উদ্দিন টগর, আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন ভাবনা বিষয়ে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে জেলা তথ্য অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং সম্পৃক্তকরণের লক্ষ্যে আত্রাইয়ে কর্মরত সাংবাদিকদের নিয়ে দুপুর ৩ টায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

TNO NEWSWPIc
আত্রাইয়ে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার মোঃ তৌফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, উপজেলা প্রকৌশলী মোঃ মোবারক হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কেএম কাওছার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আবু তালেব, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ শাহীনুর রহমান শাহীন, উপজেলা শিক্ষা অফিসার সাফিয়া আকতার অপু, উপজেলা  হাসপাতালের আরএমও ডাঃ আশিষ কুমার সরকার, আহসানগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আক্কাছ আলী, পাঁচুপুর ইউপি চেয়ারম্যান মোঃ আফছার আলী প্রামানিক, সাহাগোলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু , বিশা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান মোল্লা, কালিকাপুর ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুল হক নাদিম, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ আব্দুস ছালাম কালু, সাধারণ সম্পাদক সরদার শোয়েব, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি আবু উজ্জল, যুব লীগের সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আমিনূল ইসলাম, ছাত্র লীগের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম চঞ্চল, ছাত্র লীগের সাংগাঠনিক সম্পাদক মোঃ সুলতান আহম্মেদ, কলেজ শাখা ছাত্র লীগের সিনিয়র সভাপতি মোঃ বাচ্চু প্রামানিক প্রমুখ।

অনুষ্ঠানে সকল দপ্তর প্রধান, ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায়  নওগাঁ জেলা তথ্য অফিসের সংগৃহিত সরকারের গত পাঁচ বছর এবং বর্তমান দুই বছরে অর্জিত সাফল্য ও উন্নয়ন ভাবনা নিয়ে প্রামান্য চলচ্চিত্র ও ভিডিও প্রদর্শন  করা হয়।

ATRAI PRESS
আত্রাইয়ে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন ভাবনা নিয়ে প্রেস ব্রিফিং করে জেলা তথ্য অফিস।

বিকেলে সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা বিষয়ে জেলা তথ্য অফিসার মোঃ তৌফিকুল ইসলাম উপস্থিত সাংবাদিক ও কর্মকর্তাদের ভিডিও প্রদর্শন করে প্রেস ব্রিফিং প্রদান করেন। এ সময়ে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই মডেল প্রেস ক্লাবের সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মালেক, সাংবাদিক রওশন আরা পারভীন শিলা, সাংবাদিক কাজী রহমান, সাংবাদিক আতিকুর রহমান, সাংবাদিক তানজিম আহম্মেদ সুমন, আত্রাই প্রেসক্লাবের সভাপতি আব্দুল মজিদ মল্লিক, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ রুহুল আমিন, সাংবাদিক মুজাহীদ খানসহ আত্রাইয়ের কর্মরত সকল প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.