রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): ‘শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম’ শীর্ষক এক অবহিতকরণ সভা পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদ সভাকক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিস আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস.এম আহসান কবীর, ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, জেলা তথ্য অফিসার মোঃ রিয়াদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিদ্দিকুর রহমান প্রমুখ।
সভায় মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব, পরিবেশ ও জন্ম নিবন্ধন, যৌতুক ও বাল্য বিবাহ, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধসহ বিভিন্ন বিষয় অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।
সভায় সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।