নাচোলে ২ মাদক ব্যবসায়ীকে অর্থদণ্ড

অলিউল হক ডলার, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভ্রাম্যমান আদালত দুই মাদক ব্যবসায়ীকে চার হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন। দণ্ডপ্রাপ্তরা হলো নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের ফুরশেদপুর গ্রামের ধীরেন (৩৩) ও সুকেন (৩৫)।

সোমবার রাতে দেশীয় মদ চুয়ানি বিক্রি করার অভিযোগে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। পরদিন পুলিশ নাচোল উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সরকার অসীম কুমারের কার্যালয়ে নিয়ে গেলে মাদক ব্যবসায়ীরা দোষ স্বীকার করায় তাদেরকে দুই হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.