রতন সিং, দিনাজপুর: দিনাজপুরে ১ লাখ ৩০ হাজার ৫০৫টি পরিবার আজ থেকে ৫ মাসের জন্য ১০ টাকা কেজি দরে মাসিক ৩০ কেজি করে চাল পাবেন। দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুল কাদির জানান, আজ বুধবার থেকে খাদ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দিনাজপুরের ১৩টি উপজেলার ১০২টি ইউনিয়ন ও ৯টি পৌরসভার ১ লাখ ৩০ হাজার ৫০৫টি হতদরিদ্র পরিবারের মাঝে ১০ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি করে চাল বিক্রি করা হবে।
সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং আগামী বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসে কার্ডের মাধ্যমে চাল বিক্রি করা হবে। সপ্তাহের শনি, সোম ও বুধবার ডিলারের মাধ্যমে এই চাল বিক্রি হবে।
তিনি আরও জানান, হতদরিদ্রদের মাঝে স্বল্পমূল্যে চাল বিক্রির কার্যক্রমকে বাস্তবায়িত করার জন্য জেলায় ২৪৫ জন ডিলার নিয়োগ করা হয়েছে। হতদরিদ্র পরিবারগুলোর জন্য সরকারের এই কর্মসূচিকে প্রশংসিত ও বাস্তবসম্মত বলে উল্লেখ করেছেন কার্ড পাওয়া হতদরিদ্র পরিবারের সদস্যরা।