আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): মধুপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের জেলখানা নামক স্থান থেকে অজ্ঞাত ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ।
ওই এলাকায় শ্রমিকরা লেবু বাগানে কাজ করতে গিয়ে লাশ দেখতে পায়। তারা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
মধুপুর থানার অফিসার ইন চার্জ মোঃ শফিকুল ইসলাম ও এসআই আতিকুল হক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।