রতন সিং, দিনাজপুর: দিনাজপুর আল-আমীন বীমা অ্যান্ড ইসলামিক ইন্সুরেন্সের আঞ্চলিক কর্মকর্তা মোস্তাকিম বিল্যা হত্যা মামলার আসামি জেএমবির সুরা সদস্য ও সামরিক কমান্ডার আনোয়ার আলম ওরফে খোকা ওরফে নামজুল ওরফে তুহিন ওরফে ময়নুল ওরফে ভাগ্নে শহীদকে (৩২) পুলিশের কড়া প্রহরায় আদালতে হাজির করা হয়। আগামী ১৮ অক্টোবর ৪ সাক্ষীকে আদালতে হাজির করতে বিচারক গ্রেফতারি পরোয়ানার আদেশ প্রদান করেন।
বুধবার দুপুরে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর বিচারক মোঃ অলিউল ইসলামের আদালতে মোস্তাকিম বিল্যা হত্যা মামলার বিচারের দিন ধার্য্য ছিল। মামলার অন্যতম আসামি জেএমবির সুরা সদস্য ভাগ্নে শহীদকে (৩২) পুলিশের কড়া প্রহরায় দুপুরে আদালতে হাজির করা হয়।
এই চাঞ্চল্যকর মামলার বাদী নবাবগঞ্জ উপজেলার শকুনখোলা গ্রামের নিহত মোস্তাকিম বিল্যার মামা আব্দুল্লাহ ও অপর সাক্ষী জবাইদুর রহমানের জবানবন্দী গত ধার্য্য তারিখে গ্রহণ করা হয়েছে।
কোনও সাক্ষী সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে না আসায় বিচারক আগামী ১৮ অক্টোবর মামলার ৩ হতে ৬ নং সাক্ষীকে আদালতে হাজির করতে গ্রেফতারি পরোয়ানা জারীর আদেশ প্রদান করেন। বিকেলে আসামি ভাগ্নে শহীদকে কড়া পুলিশ প্রহরায় জেলা হাজতে পাঠানো হয়।
এই মামলার অপর আসামি ভাগ্নে শহীদের স্ত্রী ও শীর্ষ মহিলা জঙ্গি বদরুন্নাহার লিমুকে গ্রেফতার করতে পুলিশ সদর দপ্তরের মাধ্যমে দেশের সকল থানায় হুলিয়া ও গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে বিচারক তাগিদের আদেশ দেন।
সূত্রটি জানায়, ভাগ্নে শহীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় হত্যা, নাশকতা, অস্ত্র, বিস্ফোরক ও জঙ্গি সংক্রান্ত ঘটনায় ১৪টি মামলা তদন্ত ও বিচারাধীন রয়েছে। শীর্ষ মহিলা জঙ্গি বদরুন নাহার লিমু স্থান ও ঠিকানা পরিবর্তন করে পুলিশের গ্রেফতার এড়াতে আত্মগোপনে রয়েছে। লিমু পলাতক থাকায় তার অনুপস্থিতিতে বিচার কাজ চলছে।