প্রতিনিধি, শেরপুর: এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবলে ইতিহাস গড়া কলসিন্দুরের নারী ফুটবলারদের ভোগান্তি, লাঞ্ছনা, হয়রানির প্রতিবাদে শেরপুরে শুক্রবার বিক্ষোভ সমাবেশ হয়েছে। নাগরিক সংগঠন জনউদ্যোগ শেরপুর জেলা কমিটির আয়োজনে শহরের নিউমার্কেট মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘটনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চরম দায়িত্বহীনতায় ক্ষোভ প্রকাশ করে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়।
শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ফখরুল মজিদ খোকন, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, মহিলা পরিষদ নেত্রী আঞ্জুমান আরা যুথী, উদীচী সেক্রেটারি আবু হান্নান, শাড়ির সমন্বয়কারী সোলায়মান আহমেদ, ফুটবল কোচ সাধন বসাক, খেলোয়াড় রাজন, সমাজকর্মী শামীম হোসেন, সাংবাদিক হাকিম বাবুল, শরিফুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
এ বিক্ষোভ সমাবেশে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের কর্মকর্তা-কোচ-খেলোয়াড় ছাড়াও মহিলা পরিষদ, রেডক্রিসেন্ট সোসাইটি, শাড়ি, কমিউনিস্ট পার্টি, মানবাধিকার কমিশন, উদীচী, এইচআরডি, স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।
উল্লেখ্য, নারী ফুটবলারদের নয়জনকে লোকাল বাসে করে ময়মনসিংহের কলসিন্দুরে পাঠানো হয়। বাসের ভেতর তারা ভোগান্তি ও হয়রানির শিকার হন। এলাকায় পৌঁছলে কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের শারিরীক শিক্ষক জোবেদ আলী তাদের লাঞ্ছিত ও নানাভাবে হেনস্তা করেন। তাসলিমা নামের এক নারী ফুটবলারের পিতাকে মারধর করে আহত করা হয়। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলাপাড় শুরু হলে শিক্ষক জোবেদ আলীকে কর্তৃপক্ষ সাময়িকভাবে বরখাস্ত করে। বাফুফের সমালোচনায়ও মুখর হয় মিডিয়াসহ সচেতন নাগরিক সমাজ।