রতন সিং, দিনাজপুর: দিনাজপুর শহর ও উপজেলা জামায়াতের দুই নেতাকে তিনটি নাশকতার মামলায় পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার দুপুর ১২টায় গ্রেফতারকৃত দুইজন দিনাজপুর শহর জামায়াতের সাবেক আমীর ও বাংলাদেশ কম্পিউটার এডুকেশন (বিসিই) পরিচালক জামায়াত নেতা সোলায়মান আজাদ (৪৫) ও সদর উপজেলার জামায়াতের আমীর সাদেকুল ইসলামকে (৪৫) দিনাজপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ওই তিনটি মামলায় প্রত্যেকটি জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড আবেদন করেছে। বিচারক রিমান্ড শুনানির জন্য আগামী ১৮ সেপ্টেম্বর দিন ধার্য করে গ্রেফতারকৃত দুই জনকে বিকেলে জেল হাজতে প্রেরণ করেন।
কোতয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, বৃহস্পতিবার রাতে দিনাজপুর শহর জামায়াতের সাবেক আমীর সোলায়মান আজাদ ও সদর উপজেলা জামায়াতের আমীর সাদেকুল ইসলাম বাবুকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সরকার বিরোধী কার্যক্রম ও নাশকতামূলক কাজের সাথে জড়িত থাকার অভিযোগে তিনটি মামলায় গ্রেফতার করা হয়েছে। ইতিপূর্বে তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ গ্রেফতার করা হয়েছিল। জামিনে মুক্তি পেয়ে তারা আবার একই কাজে লিপ্ত রয়েছে।