কলাপাড়ার দশ সহস্রাধিক পরিবার সোমবার ঈদ উদযাপন করছেন

মিলন কর্মকার রাজু, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়া, রাঙ্গাবালী এলাকার প্রায় দশ হাজার পরিবার সোমবার পবিত্র ঈদ-উল-আজহা উদযাপন করছেন। প্রতি বছরের মত এবারও সৌদি আরবের সঙ্গে মিলেয়ে এরা একদিন আগে ঈদ উদযাপন করছেন। জাতীয়ভাবে মঙ্গলবার সারাদেশে ঈদ-উল-আজহা উদযাপন করা হবে।

উপজেলার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাঁগিরিয়া, শাহ্ সূফি মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গণে সোমবার ঈদের নামাজের প্রধান জামায়াত সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হইবে। চালিতাবুনিয়া, গিলাতলী, ফুলতলী, পাঁচজুনিয়া ও ধানখালী দরবার শরীফের হাজার হাজার মুসুল্লীরা প্রধান জামাতে অংশগ্রহণ করবে। হাফেজ মাওলানা নুর হোসেন দরবার শরীফের প্রধান জামাতে ঈদের নামাজে পরাবেন। এছাড়া কলাপাড়া পৌর শহরের নাইয়াপট্টি, উত্তর লালুয়া মাঝিবাড়ি, রাঙ্গাবালীতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।এরপরই তারা কেরাবানির পশু জবাই করবেন।

নিশানবাড়িয়া দরবার শরীফের পরিচালক নিজাম উদ্দিন বিশ্বাস জানান, তারা চিটাগং এর চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের পশ্চিম এলাহাবাদ গ্রামের সিলসিলায়ে আলীয়া কাদরিয়া চিশতিয়া জাহাগিরিয়িা তরিকতের অনুসারী। স্থানীয় ভাষায় এদেরকে চাঁদ টুপির অনুসারী বলা হয়।

নিশানবাড়িয়া, গন্ডামারি, মরিচবুনিয়া, রাঙ্গাবালি, চালিতাবুনিয়া, ছইলাবুনিয়া, সেনের হাওলা, পৌর শহরের নাইয়াপট্টি, বাদুরতলী, তেগাছিয়া, সাফাখালী, চরপাড়া, আজিমদ্দিন গ্রামে প্রায় দশ হাজার পরিবারে ৫০ হাজার লোক বসবাস করছেন। ঈদ-উল-আজহা উদযাপনকে ঘিরে এসব পরিবারের মাঝে এখন বিরাজ করছে উৎসবের আমেজ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.