স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): ‘জঙ্গিবাদ মোকাবিলায় বিশ্ব অঙ্গণে বাংলাদেশ উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। বাংলাদেশের মাটি থাকবে জঙ্গিবাদ মুক্ত।’ ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি শনিবার বিকেলে ঈশ্বরদীতে বাংলাদেশ সুগারক্রপ রিসার্চ ইনস্টিটিউটের এএসএম কামাল উদ্দিন অডিটোরিয়ামে ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি এ সময় আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে সবাইকে মিলেমিশে জঙ্গিবাদ মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন তাঁর পিতার অসম্পূর্ণ কাজ তিনি সম্পূর্ণ করবেন। আজ সারা বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এই ঐক্যের মাধ্যমেই জঙ্গিদের আজ গুড়িয়ে দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সুগারক্রপ রিসার্স ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মু. খলিলুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে পাবনা জেলা পরিষদের প্রশাসক এম. সাইদুল হক চুন্নু, বিএসআরআই এর পরিচালক ড. এ এস এম আমান উল্লাহ, পরিচালক ড. আমজাদ হোসেন, ড. সাইদুর রহমান, যুক্তরাজ্যের শিক্ষা প্রোগ্রাম বিষয়ক গবেষক গালিবুর রহমান গালিব, সিনিয়র সায়েন্টিফিক অফিসার হাসিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। পরে মন্ত্রী কৃতি ছাত্রছাত্রীদের মাঝে গোল্ড মেডেল ও ক্রেস্ট প্রদান করেন।