ঝিনাইদহে বিএনপির প্রতিবাদ কর্মসূচিতে পুলিশি বাধা, অফিসের ছাদে সমাবেশ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: বিএনপির দেশব্যাপী ঘোষিত বিক্ষোভ কর্মসূচি ঝিনাইদহে পুলিশি বাধায় পন্ড হয়ে গেছে। জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের প্রতিবাদে ঝিনাইদহ জেলা বিএনপি শনিবার দুপুরে জেলা শহরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচি পালনের উদ্দেশ্যে সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা জেলা কার্যালয়ের সামনে সমবেত হতে থাকে। নেতাকর্মীরা প্রবেশের পর পুলিশ বিএনপির কার্যালয় অবরুদ্ধ করে রাখে। রাজপথে বের হতে না পারায় বিএনপি দলীয় কার্যালয়ের ছাদে প্রতিবাদ সভা করে।

new-image
অফিসের ছাদে ঝিনাইদহে বিএনপির প্রতিবাদ সমাবেশ|

উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মসিউর রহমান।

তিনি বলেন, এই সরকার প্রতিহিংসার বশবর্তী হয়ে জিয়াউর রহমানের পদক ছিনিয়ে নিয়েছে এবং তার মাজার চন্দ্রিমা উদ্যান থেকে সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, এসব করে ১৬ কোটি মানুষের মন থেকে জিয়াউর রহমানকে মুছে ফেলা যাবে না।

তিনি আরও বলেন, দেশে আজ সামান্যতম গণতন্ত্রও অবশিষ্ট নেই। পুলিশ দিয়ে আমাদের সাধারণ প্রতিবাদটুকু করতে দেওয়া হচ্ছে না। তিনি সকলকে এই অগণতান্ত্রিক অবস্থা থেকে মুক্ত হতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.