রতন সিং, দিনাজপুর: দিনাজপুরে নাশকতা মামলায় জেলা যুবদলের আহ্বায়কসহ ৮০ জনকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত থেকে রোববার ভোর পর্যন্ত জেলার ১৩টি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআই-১) রবিউল ইসলাম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। অভিযানে জেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমকে মুন্সিপাড়া নিজ বাসভবন থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে ৯টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সে নাশকতা মামলারও পলাতক আসামি বলে পুলিশ জানিয়েছে।
এছাড়াও জেলার বিভিন্ন এলাকা থেকে আরও ৭৯ জনকে আটক করা হয়। রোববার বিকেলে আটক জাহাঙ্গীর আলমসহ অন্যান্যদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।