নাচোলে ভিজিএফ এর চাল বিতরণে অনিয়মের অভিযোগ

অলিউল হক ডলার, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা অভিযোগ করে জানান, ঈদুল আজহার বিশেষ বরাদ্দ ভিজিএফ এর চাল ১০ কেজির পরিবর্তে সাড়ে ৮ থেকে ৯ কেজি করে বিতরণ করা হচ্ছে।

অভিযোগকারী উপজেলার সদর ইউনিয়নের রাজবাড়ি মোহাম্মাদপুর গ্রামের আবু বাক্কার সিদ্দিক ভুলুর ছেলে সেরাজুল, আইনাল হকের ছেলে সানোয়ার ও মজিবুর রহমানের ছেলে বুলবুল। শনিবার সাংবাদিকদের কাছে তারা এ অভিযোগ করেন।

তারা বলেন, শুক্রবার নাচোল ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাল নিতে গেলে সেখানে বাটখারার পরিবর্তে বালতি দিয়ে চাল ওজন করে দেন। একই অভিযোগ রয়েছে উপজেলার অন্যান্য ইউনিয়ন পরিষদ ও পৌরসভার ক্ষেত্রেও।

তবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইনায়েতুল্লাহ বিষয়টি অস্বীকার করে বলেন, সাড়ে ৯ থেকে পৌনে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, পরিবহণ, লেবার খরচ ও বস্তা প্রতি কিছুট ওজনে কম থাকে, তাই সাড়ে ৯ কেজি থেকে পৌনে ১০ কেজি করে চাউল বিতরণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.