মো. মাহবুবুল আলম মিন্টু, রায়পুর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রায়পুরে প্রবাসী বিএনপি নেতা ইঞ্জিনিয়ার কাজী মঞ্জুরুল আলমের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইঞ্জিনিয়ার কাজী মঞ্জুরুল আলম কুয়েত বিএনপির সাধারণ সম্পাদক, প্যারাডাইম স্কুল এন্ড কলেজ ও প্যরাডাইম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মধ্যপ্রাচ্য বিএনপি সমন্বয় কমিটির সদস্য সচিব এবং বৃহত্তম নোয়াখালী সমিতির সভাপতি।
শনিবার সকালে পৌর শহরের গাজী মার্কেটে প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি শংকর মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন রায়পুর সরকারি কলেজের সাবেক ভিপি নজরুল ইসলাম লিটন, বেলায়েত হোসেন, ইনকিলাব প্রতিনিধি হারুনুর রশিদ, দিনকাল প্রতিনিধি মাহবুবুল আলম মিন্টু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও ইত্তেফাক প্রতিনিধি এমআর সুমন প্রমুখ।
মঞ্জুরুল আলম বলেন, আমি রায়পুরবাসীর পাশে দাঁড়াতে চাই। সামাজিত ও সেবামূলক কাজে অশিংদার হতে চাই। তিনি শিঘ্রই রায়পুরের গরীব মানুষের স্বাস্থ্যসেবায় একটি দাতব্য চিকিৎসালয় চালুর কথা জানিয়ে সাংবাদিকদের সুখে-দুখেও অংশিদার হওয়ার আগ্রহ ব্যক্ত করেন। পরে তিনি প্রেসক্লাব সদস্যদের সাথে চা-চক্রে মিলিত হন।