হাকিম বাবুল, শেরপুর: জাতীয় সমাজকল্যাণ পরিষদের অধীনে শেরপুরে গরিব-অসহায়, অসুস্থ ও হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মাঝে নগদ প্রায় চার লাখ টাকা বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আনুষ্ঠানিকভাবে ওই অর্থ তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম।
এ উপলক্ষে জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এআরএম ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুর রহমান, এনডিসি মাহমুদুর রহমান মামুন, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা কমিউনিটি পুলিশের সদস্য সচিব দেবাশীষ ভট্টাচার্য ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা।
জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এআরএম ওয়াহেদুজ্জামান জানান, ওই কর্মসূচির আওতায় শেরপুর সদর, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার দুই জন দুঃস্থ ব্যক্তির হাতে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা ও ৩৯ জন ব্যক্তির হাতে পাঁচ হাজার টাকা করে এক লাখ ৯৫ হাজার টাকা তুলে দেওয়া হয়। এছাড়া সদর উপজেলার তিনটি এতিমখানায় ৫০ জন এতিমের হাতে এক হাজার টাকা করে ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়। নকলা ও নালিতাবাড়ী উপজেলায় ২৪ জনের মধ্যে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় এক লাখ ২০ হাজার টাকা।