রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আয়োজনে ১১ দিনের মালয়েশিয়াসহ কয়েকটি দেশে সরকারি সফর শেষে নিজ এলাকায় ফিরে আসায় বিশাল মোটর সাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী।
রবিবার বিকেলে কাউখালী সদর ইউনিয়নবাসীর উদ্যোগে সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মাঠে এই সংবর্ধনা দেওয়া হয়।
ডাঃ আলী হোসেনের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ইসাহাক আলী খান পান্না।
সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ মোঃ কাইয়ুম, অ্যাডভোকেট এম.এ আউয়াল, যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক অলোক কর্মকার, সাধারণ সম্পাদক নাসির তালুকদার, বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গৌতম কুমার দাস, প্রাথমিক শিক্ষক সমিতির লিটন কৃষ্ণ কর, মহিলা পরিষদের সভানেত্রী সুনন্দা সমাদ্দার, শ্রমিক লীগের সভাপতি আঃ মান্নান বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মৃদুল আহম্মেদ সুমন, সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ সীমান্ত প্রমুখ।
এর আগে বরিশাল বিমান বন্দররে এসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। পরে মটরসাইকেল শোভাযাত্রা সহকারে কাউখালীতে আসার পথে গাবখান ব্রীজ, রাজাপুর মেডিকেল মোড় এবং নৈকাঠীতে পথসভা অনুষ্ঠিত হয়।