স্বপন কুমার কুন্ডু, পাবনা: পাবনায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও তিনজন আহত হয়েছে। পাবনা-ঈশ্বরদী মহাসড়কে সদর উপজেলার মজিদপুর এলাকায় সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজনের মধ্যে তাৎক্ষণিকভাবে দুজনের নাম-পরিচয় জানা গেছে। এরা হলেন সিরাজগঞ্জের চৌহালী থানা এলাকার শরীয়ত খান (৩০) ও পাবনা সদর উপজেলার জোতকলসা গ্রামের আব্দুর রহিম (২৭)। নিহত অপরজন ও আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, ঈশ্বরদীর দাশুড়িয়া থেকে বিআরটিসির একটি যাত্রীবাহী বাস পাবনার দিকে যাচ্ছিল। এ সময় পাবনা থেকে সিএনজিচালিত যাত্রীবাহী একটি অটোরিকশা টেবুনিয়ার দিকে যাওয়ার পথে মজিদপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন এবং পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর একজন মারা যায়।
ওসি আব্দুল্লাহ আল হাসান জানান, আহত তিনজনকে হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে বিআরটিসি বাসটিকে আটক করা যায়নি।