জাহিবা হোসাইন, মোংলা (বাগেরহাট): মুক্তিপণের দাবিতে সুন্দরবনের ধানসিদ্ধির চর এলাকা থেকে ২০ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। এর আগে গত শুক্রবার ভোরে একই এলাকা থেকে মুক্তিপণের দাবিতে ১১ জেলে অপরহণ করে বনদস্যু সাগর বাহিনী।
জেলে-মহাজন সূত্র ও ফিরে আসা জেলেরা জানায়, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের ধানসিদ্ধির চরে ইলিশ মাছ শিকার করছিল জেলেরা। এ সময় সেখানকার জেলে বহরে হামলা চালিয়ে বিপুল পরিমাণ ইলিশ মাছ, মোবাইল ফোন, জ্বালানী তেল লুটে নেওয়ার পাশাপাশি জনপ্রতি ৫০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে ২০ জেলেকে অপহরণ করে নিয়ে যায় দস্যুরা।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লে: এম ফরিদুজ্জামান জানিয়েছেন, জেলে অপহরণের খবর পেয়ে জিম্মিদের উদ্ধারে সকাল থেকে ওই এলাকায় অভিযান শুরু করেছে কোস্টগার্ডের দুইটি দল। অপহৃত জেলেদের বাড়ি মোংলার জয়মনি, চিলা, উলুবুনিয়া, বাগেরহাটের রামপাল ও খুলনার ডুমুরিয়া এলাকায় বলে জানিয়েছে জেলেরা।