রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র রুবেল (১৪) নিহত হয়েছে। আহত হয়েছে তার বন্ধু রাসেল (১৫)। রাসেলকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার শংকরপুর-পাঙ্গাশিয়া সড়কে পাঙ্গাশিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিয়ালকাঠী ইউনিয়নের শংকরপুর গ্রামের আঃ কুদ্দুসের ছেলে। সে স্থানীয় নিলতি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ত।
নিহতের পারিবারিক সূত্র জানায়, ওইদিন দুপুরে রুবেল এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে ঘুড়তে বের হয়। বিকেল সাড়ে তিনটার দিকে পাঙ্গাশিয়া বাজারের কাছে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের চালক রুবেল মারা যায় এবং আরোহী রাসেল আহত হয়।