দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ৩ দিনে ৬ জন নিহত, ৩৯ জন আহত

রতন সিং, দিনাজপুর: দিনাজপুরে তিন দিনে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় শিশু ও নারীসহ ছয় জন নিহত ও ৩৯ জন আহত হয়েছেন।

বুধবার দুপুর দেড়টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের সদর উপজেলার উত্তর গোবিন্দপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে রংপুরগামী বাস এইচ এ ক্ল্যাসিক পরিবহন (ঢাকা মেট্রো ব-১৪-৫৭০৫) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। যাত্রীদের অভিযোগ চালক ঘুমাচ্ছিল। ঘটনাস্থলে দুই জন ও হাসপাতালে নেওয়ার পথে দুই নারী ও শিশু নিহত হন।

নিহতরা হলেন নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মফিজুল ইসলাম (৪৫) ও একই গ্রামের মনসুর আলীর ছেলে জামরুল (৩৫), দিনাজপুর পৌর এলাকার ফকিরপাড়ার জাকিরুল ইসলামের মেয়ে ফারজানা বেবি (৩০) ও বড়বন্দর এলাকার রুবেল হোসেনের ছেলে সাঈদ (৪)। গুরুতর আহত অবস্থায় ৩৯ জন যাত্রীকে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২০ জন পুরুষ ও ১৯ জন নারী রয়েছেন।

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম সাংবাদিকদের জানান, সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসার সকল ব্যয়ভার বহন করা হবে বলে তিনি জানান।

মঙ্গলবার দুপুরে শহরের বড়মাঠ স্টেশন ক্লাবের সামনে রাস্তা পারাপারের সময় বৃদ্ধ ইয়াকুব আলী (৭০) মোটরসাইকেলের ধাক্কায় মাথায় গুরুতর আহত হন। দিমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইয়াকুব আলী শহরের মিশনরোড মহল্লার মৃত আইনুদ্দিনের ছেলে।

সোমবার সন্ধ্যা ৭টায় বগুড়া থেকে নতুন ভটভটি কিনে দিনাজপুরে আসার পথে বিরামপুর উপজেলার জয়নগরে ট্রাকের ধাক্কায় মঞ্জুরুল ইসলাম (৩০) নিহত হন। মঞ্জুরুল দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নের পাতলাশাহ গ্রামের ওসমান গনির ছেলে।

তিনটি সড়ক দুর্ঘটনায় কোতয়ালী থানায় পৃথক তিনটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। নিহত ৬ জনের ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.