প্রকৃত শিক্ষাই দেশ ও জাতিকে এগিয়ে নিতে পারে: ড. মো. আলী আকবর

আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আলী আকবর বলেছেন, প্রকৃত শিক্ষাই একটি দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে। একজন শিক্ষিত ব্যক্তি কখনও মানুষকে বিপদের মুখে ফেলতে পারে না। তিনি আরো বলেন, শিক্ষার মান উন্নায়নের উপরই নির্ভর করে একজন শিক্ষার্থীর পথচলা। তিনি বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা মিলনায়তনে শাইয়ান ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

new-image
প্রধান অতিথির বক্তব্য রাখছেন ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আলী আকবর।

শাইয়ান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও আহবায়ক ড. আছাদুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ, উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা রিনি, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, শাইয়ান ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা প্রফেসর ড. হাসনীন জাহান, গণতান্ত্রিক শিক্ষক ফোরাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মাহবুব জামান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম, কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক খন্দকার নাজিরুল ইসলাম, সঞ্জীব কান্তি ভদ্র, শরীফ আহমেদ, রাকিব হাসান প্রমুখ।

বৃত্তি প্রদান ও সম্মাাননা অনুষ্ঠানে উপজেলার ৬০ জন কৃতি শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.