অলিউল হক ডলার, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের নাচোলের মুরাদপুর গ্রামে কাঙ্খিত মূল্য না পাওয়ায় ৬২টি কোরবানির পশুর চামড়া মাটিতে পুঁতে ফেলা হয়েছে। বুধবার সকালে পশুর চামড়াগুলোর মূল্য না পাওয়ায় শেষ পর্যন্ত মাটিতে পুঁতে ফেলেন গ্রামের মাতব্বররা।
মুরাদপুর গ্রামের মইনুল ইসালম জানান, এবারে কোরবানির চামড়া ক্রয়ের জন্য কোনও ক্রেতা না আসায় গ্রামের একটি বাড়িতে চামড়াগুলি রাখা হয়। বুধবার সকালে রহনপুর থেকে ক্রেতা এসে চামড়াগুলি নষ্ট হয়ে গেছে বলে জানালে গ্রাম মাতব্বর মতিউর রহমান চেনু ও গোলাম মোস্তফা পরিবেশ দুষণরোধে চামড়াগুলো মাটিচাপা দেন।
স্থানীয়দের অভিযোগ, এর ফলে ইসলামী প্রতিষ্ঠান, ইয়াতিম, ফকির ও মিসকিনদের অধিকার থেকে বঞ্চিত করা এবং চামড়া শিল্পেরও ক্ষতি করা হলো। সরকারের সুষ্ঠু তদারকির অভাবে এ সমস্যা সৃষ্টি হয়েছে বলে অনেকে অভিযোগ করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, এবছর নাচোলে ছাগলের চামড়া এলাকা ভেদে ৪৫ থেকে ৫০ টাকা ও গরুর চামড়া ২৫০ থেকে ৭০০ টাকা দরে বিক্রি হয়েছে ।