শেরপুরে প্রাক্তণ এসএসসি শিক্ষার্থীরা ‘সার্কেল ৮৬/৮৭’ গঠন করেছে

হাকিম বাবুল, শেরপুর: স্কুল জীবনের বন্ধুত্বকে অটুট রাখতে এবং সমাজ ও দেশ গড়ার প্রত্যয় নিয়ে শেরপুরে গঠিত হয়েছে ‘সার্কেল-৮৬/৮৭’। শেরপুরের ঐতিহ্যবাহী সরকারি ভিক্টোরিয়া একাডেমি এবং জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮৬ ও ১৯৮৭ ব্যাচের শিক্ষার্থী-বন্ধুদের নিয়ে এক পূণর্মিলনী সভায় এ সার্কেল গঠন করা হয়। সভায় ২৯ সদস্যের একটি আহ্বায়ক কমিটিও গঠন করা হয়। এতে আহ্বায়ক করা হয় ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযাগী অধ্যাপক ডা. এএসএম রুহুল কুদ্দুস রূপমকে।

new-image
শেরপুরে সরকারি ভিক্টোরিয়া একাডেমি এবং জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ এসএসসি শিক্ষার্থীরা ‘সার্কেল ৮৬/৮৭’ গঠন করেছে|

সাত যুগ্ম আহ্বায়করা হলেন শুভ্রত কুমার রায়, হুমায়ুন কবির, সাংবাদিক রফিক মজিদ, সাংবাদিক হাকিম বাবুল, প্রভাষক সওকত হোসেন, ব্যাংকার আনিসুর রহমান লিখন ও ব্যাবসায়ী জাকির হোসেন বাচ্চু।

সরকারি ভিক্টোরিয়া একাডেমির প্রাক্তণ শিক্ষার্থী ডা. এএসএম রুহুল কুদ্দুস রূপমের সভাপতিত্বে বুধবার রাতে শহরের এক হোটেলে এ পূনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় পরবর্তীতে ১৯৮৬-৮৭ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী ও বন্ধুদের সাথে যোগাযোগ করে এবং আগ্রহীদের উপস্থিতিতে আলোচনার ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ সংগঠনের মূল কার্যক্রম শুরু করা হবে। ডিসেম্বরে মাসে একদিন ফ্যামিলি ডে আয়োজন করে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করা হবে। এ লক্ষ্যে আগামী ২৩ সেপ্টেম্বর রাত ৯ টায় শহরের সজবরখিলা এলাকার ‘ডক্টরস ক্লিনিক’ হলরুমে আহ্বায়ক কমিটির পরবর্তী সভা করার সিদ্ধান্ত হয়।

আহ্বায়ক কমিটি’র অন্য সদস্যরা হলেন ডা. আব্দুল্লাহ আল মামুন রতন, গার্মেন্টস ব্যবসায়ী মো. আনিসুর রহমান, জয়েন উদ্দিন মাহমুদ জয়, গোলাম মোহাম্মদ সাদী, শিক্ষক মো. মনিরুজ্জামান চঞ্চল, প্রকৌশলী জাকির হোসেন কর্নেল, আবুল কালাম আজাদ (ফেরদৌস), মো. আসরার হাবীব নিপু, সামসুজ্জামান রিপন, মাজহারুল করিম রাখি, প্রশান্ত দাস, সুশান্ত দে, নূরে আলম চেয়ারম্যান, কানু চন্দ দে, আজিজুল হক বাদল,  হিরেন্দ্র মোহন বল (এ্যাপোলে), গনেশ পাল, তুলশি কুমার নাগ, জীবন কুমার সাহা, আশিষ পাল ও মিলন কুমার সূত্রধর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.