জাহিবা হোসাইন, মোংলা (বাগেরহাট): মুক্তিপণের দাবিতে সুন্দরবনের দুধমুখী এলাকা থেকে ১২ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। অপহৃত জেলেদের বাড়ি খুলনার কয়রা এলাকায়। জেলে-মহাজন সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম সুন্দরবনের কয়রা সংলগ্ন দুধমুখী ও ভাইজোড়া এলাকায় মাছ শিকার করার সময় জেলেদের উপর দুই দফা হামলা চালায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনী।
দস্যুরা জেলে নৌকায় হামলা চালিয়ে বিভিন্ন প্রজাতির মাছ লুটে নেওয়ার পাশাপাশি মুক্তিপণের দাবিতে অন্তত ১২ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। এর আগে বুধবার ভোরে ধানসিদ্ধির চর এলাকা থেকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মুক্তিপণ চেয়ে ২০ জেলেকে অপহরণ করে জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা।
এছাড়া ২ সেপ্টেম্বর সুন্দরবনের ভদ্রা নদীর চাউলাবগী এলাকা থেকে ১৩ জেলেকে অপরহণ করে জাহাঙ্গীর বাহিনী।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলে অপহরণে খবর জানতে পেরে জিম্মিদের উদ্ধারে ওই এলাকায় কোস্টগার্ড অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) অপারেশন অফিসার লে: এম ফরিদুজ্জামান।