রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): ঈদের আগে দেশের চামড়া ব্যবসায়ী সংগঠনের বেঁধে দেওয়া দামে কোরবানির পশুর চামড়া কিনেও সঠিকভাবে সংরক্ষণ না করে বিক্রি করতে গিয়ে ট্যানারিতে কম দাম পাওয়ায় পিরোজপুরের কাউখালীতে মৌসুমি চামড়া ব্যবসায়ীরা লোকসানের কবলে পড়েছেন বলে জানা গেছে। মৌসুমি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, কেনার চেয়ে বিক্রি করতে দাম কম পাওয়া এবং সময়মতো সংরক্ষণ করতে না পারায় চামড়া নষ্ট হয়ে যাচ্ছে। ফলে মৌসুমি চামড়া ব্যবসায়ীদের লোকসানের মুখে পড়ার আশঙ্কা রয়েছে।
ব্যবসায়ীরা জানান, ঈদের দিন আবহাওয়া ভালো থাকলেও বেশ গরম ছিল। অনেক মৌসুমি ব্যবসায়ী চামড়া কিনেছেন কিন্তু ঠিকমতো সংরক্ষণ করতে পারেননি। ফলে প্রচণ্ড রোদ ও গরমে চামড়া নষ্ট হয়ে যাওয়ায় তারা এ লোকসানের কবলে পড়েছেন।
ব্যবসায়ীরা জানান, গত বছর চামড়ার দাম বেঁধে দেওয়ার পরও অনেক বেশি দামে বেচাকেনা হয়েছে। সে কথা মাথায় রেখেই তারা এবার বেশি দামে চামড়া কিনেছেন। এটিই লোকসানের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঘোষিত দাম অনুযায়ী গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়া ৪০ টাকা ধরা হয়েছে। কিন্তু সিন্ডিকেটের কারণে মৌসুমি ব্যবসায়ীরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন।