জাহিবা হোসাইন, মোংলা (বাগেরহাট): মোংলায় গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শুক্রবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে। মোংলা থানার অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে শহরের কবরস্থান রোড এলাকায় অভিযান চালায় এস আই গৌতম, এ এস আই মোকলেস ও এটিএসআই উত্তম চ্যাটার্জিসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা। এ সময় ওই এলাকা থেকে হাতেনাতে আধা কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী লাইলি বেগম (৪০) ও মনি বেগমকে (৩০) আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর শুক্রবার বিকেলেই তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। শহরের চিহ্নিত এ দুই মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে স্থানীয় লোকজন। গাঁজা বিক্রেতা লাইলি ও মনি কবরস্থান রোড এলাকায় মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিত্যক্ত ভবনে বসবাস করে দীর্ঘদিন ধরে নানা কৌশলে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য বিক্রি করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
মনি বেগমের স্বামী কবরস্থান এলাকার কামাল ওরফে বাইফোর্স কামাল ও লাইলি বেগমের স্বামী মৃত শুয়ামিয়া। বাইফোর্স কামাল বছরের পর বছর ধরে শহর ও শহরতলীসহ আশপাশের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমানভাবে মাদকদ্রব্য বিকিকিনি করে আসছে। আর তার এই মাদক ব্যবসার প্রসার ঘটাতেই তার স্ত্রী মনি বেগম ও স্ত্রীর বড় বোন লাইলি বেগম জড়িয়ে পড়ে এ পেশায়।