অলিউল হক ডলার, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আদিবাসীদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আতাহির একাদশ ক্লাব ৩-১ গোলে বকুলতলা গ্রাম পুলিশ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার বিকেলে নাচোল উপজেলার বকুলতলা কলেজ মাঠে আদিবাসীদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খিকটা আদিবাসী মিতালী যুব সংঘের উদ্যোগে ১৬টি আদিবাসী দল টুর্নামেন্টে অংশ গ্রহণ করে। খেলার পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন নগেন কিস্কু। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের জাতীয় সংসদ সদস্য মুহাঃ গোলাম মোস্তফা বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ নাচোল উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শামশুল আলম, শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ নাজমুল হক, নেজামপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল হক, সাবেক চেয়ারম্যান বেলাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা আবুরেজা মোস্তফা কামাল শামীম, জেলা যুবলীগের সহ-সভাপতি সাইদুর রহমান বাদল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার আল শহীদ জুয়েল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, ভোলাহাট উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, নাচোল প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুর রহমান মানিক।
প্রধান অতিথি চ্যাম্পিয়ন দলকে ১০ হাজার টাকা ও রানার্স আপ দলকে ৮ হাজার টাকা প্রদান করেন।