স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদীতে রেল লাইন পাড় হওয়ার সময় ট্রেনের ধাক্কায় হরিজন সম্প্রদায়ের নারী শেলী (৪০) মারা গেছে। শনিবার সকাল নয়টার দিকে ঈশ্বরদী জংশন ষ্টেশনের দক্ষিণ দিকের আউটারে এ দুর্ঘটনা ঘটে।
ঈশ্বরদী রেল পুলিশের ওসি জানান, রাজশাহী হতে গোয়ালন্দঘাট অভিমুখি মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী ষ্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর আউটারে ট্রেনের সাথে ধাক্কা খেয়ে শেলী (৪০) ঘটনাস্থলেই মারা যায়। শেলী এ সময় রেল লাইন পাড় হচ্ছিল।
হরিজন কলোনীর প্রদীপ বাঁশফোড় জানান, শেলীর জয়পুরহাট বিয়ে হয়। কয়েকবছর আগে তার স্বামী মারা যায়। জয়পুরহাটের সোনালী ব্যাংকে শেলী ক্লিনারের কাজ করতো। তার ২০ বছর বয়সের একটি ছেলে রয়েছে। শেলী বেশ কিছুদিন যাবত অসুস্থ থাকায় সে ঈশ্বরদীতে বাবার বাড়িতে থেকে চিকিৎসা করাচ্ছিল।