স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা: কানিজ ফাতেমা রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন। ২০১৬ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে তিনি প্রথমে পাবনা জেলায় শ্রেষ্ঠ শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

মানসম্মত প্রাথমিক শিক্ষা, ঝড়ে পড়া শিক্ষার্থী সংখ্যা হ্রাস, বিদ্যালয় পর্যায়ে শিক্ষক-শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিতকরণ, সমাপনী পরীক্ষায় ভালো ফলাফল বিষয়ে তত্বাবধান এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ উন্নয়নে বিশেষ অবদানের জন্য বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায়ও তাঁকে শ্রেষ্ঠ শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুরাদুল হকের স্বাক্ষরিত চিঠি থেকে এই তথ্য জানা যায়।
কানিজ ফাতেমার বাড়ি নওগাঁ জেলার দেবীপুর উপজেলায়। তাঁর শশুরবাড়ি বরিশালে এবং স্বামী বর্তমানে ঈশ্বরদী উত্তরা ব্যাংকের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।