জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহে ২০১৬ সালের এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে শহরের জেলা শিশু একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। ঝিনাইদহ জেলার ২৫০ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও অভিাবকরা এসময় উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টুর পৃষ্ঠপোষকতা ও কথোনের সহযোগিতায় এ সংবর্ধনা দেওয়া হয়।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি হারুন-আর-রশিদ আসকারী, ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল সাদেকুল বারী, ঝিনাইদহের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু ইউসুফ মোঃ রেজাউর রহমান ও ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ।