জাহিবা হোসাইন, মোংলা (বাগেরহাট): মোংলায় পূজা, অর্চনা ও অঞ্জলীসহ নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে বিশ্বকর্মা পূজা। বিশ্বকর্মা পূজা উদযাপন কমিটির উদ্যোগে ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির মোংলা শাখার আয়োজনে শহরের মাদ্রাসা রোডের স্বর্ণপট্টিতে শনিবার সকাল থেকে শুরু হয় বিশ্বকর্মা পূজা। স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী ও কর্মচারীরাসহ বিভিন্ন নির্মাণ শিল্পের লোকজন সকাল থেকে নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে বিশ্বকর্মা পূজা উদযাপন করছেন।

পূজা উদযাপন কমিটির সভাপতি অসিম কর্মকার ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির মোংলা শাখার সাধারণ সম্পাদক দীপক চন্দ্র বলেন, এর আগে জুয়েলার্স মালিক ও স্বর্ণ ব্যবসায়ীরা ব্যক্তি উদ্যোগে নিজ নিজ প্রতিষ্ঠানে বিশ্বকর্মা পূজা উদযাপন করে আসলেও এবার সম্মিলিতভাবে বড় আকারে আয়োজন করা হয়েছে। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তবে প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ জুয়েলার্স সমিতির মংলা শাখার সাধারণ সম্পাদক দীপক চন্দ্র তার নিজ প্রতিষ্ঠান দীপক জুয়েলার্সে পৃথকভাবে বিশ্বকর্মা পূজা উদযাপন করছেন। বিশ্বকর্মা পূজা উপলক্ষে শহরের মাদ্রাসা রোড উৎসবে মেতে উঠেছে।