রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালীতে সন্ত্রাস ও জঙ্গী হামলার প্রতিবাদে রবিবার সকালে বাংলাদেশ কৃষক লীগ উপজেলা শাখার আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কাউখালী বিআরডিবি হলরুমে উপজেলা কৃষক লীগের আহবায়ক চন্দন কুমার দের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা কৃষক লীগের আহবায়ক মোঃ চান মিয়া মাঝি। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম.নুরুল হক, সাধারণ সম্পাদক তালুকদার মোঃ দেলোয়ার হোসেন, যুগ্ন-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, সাংগঠনিক সম্পাদক মাহামুদ খান খোকন জেলা কৃষক লীগের কাজী মাসুদ ইকবাল, ইউনুস আলী খান, পলাশ সিকদার, সরদার আজমল হোসেন প্রমুখ।
সমাবেশে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে এসব জঙ্গিবাদ, সন্ত্রাস হত্যা, নাশকতা সৃষ্টিকারী ও এদের মদদ দাতাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানিয়ে বক্তরা বলেন, যারা ধর্মের নামে জঙ্গিবাদ, সন্ত্রাস, নাশকতা, বিভিন্ন ধর্মালম্বী মানুষকে হত্যা করে এবং এদের মদদ দেয় সেইসব জঙ্গিরা দেশ ও জাতির শক্র।
এদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবি জানান বক্তারা।