একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ: ঈদ শেষে কর্মস্থলে ফেরা হলো না দেলোয়ার ও সাজুর। নওগাঁর রাণীনগর রেলওয়ে ওভারব্রিজ কেড়ে নিল তাদের প্রাণ।
রেলওয়ে ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার কাজলাপাড়া গ্রামের মৃত আব্দুল ওয়াহেদের পুত্র দেলোয়ার হোসেন (৩৫) ঢাকায় তার কর্মস্থল থেকে ঈদ করতে শ্বশুরবাড়ি দিনাজুরের বিরামপুর উপজেলার টেগরাতকিপুর গ্রামে আসেন। একই সময় ঢাকা থেকে ঈদ করতে বাড়ি আসেন লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার আজিজপুর গ্রামের বদরুদ্দিনের ছেলে সাজু (২৫)।
নীলফামারী থেকে ছেড়ে আসা নীলসাগর আন্তঃনগর ট্রেনের ছাদে উঠে তারা উভয়ে কর্মস্থল ঢাকা যাচ্ছিলেন। রোববার ভোর ৪টার দিকে ট্রেনটি নওগাঁর রাণীনগর রেলওয়ে ওভারব্রিজ অতিক্রম করার সময় ওভারব্রিজের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান দেলোয়ার হোসেন এবং গুরুতর আহতাবস্থায় ট্রেনের ছাদের উপরে থাকা সাজুকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
রাজশাহী নেওয়ার পথে পথিমধ্যে সাজুও মারা যান। নিহত সাজুর স্ত্রী পারুল বলেন, তারা ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকায় থাকেন এবং সাজু ঢাকায় রিক্সা চালাতেন। গতকাল এ সংবাদ লেখা পর্যন্ত আত্রাই রেলওয়ে প্লাটফরমে স্বজনদের অপেক্ষায় দেলোয়ারের লাশ পড়েছিল। সাজুর লাশ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।