রতন সিং, দিনাজপুর: দিনাজপুরের হিলি সীমান্তে অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড় ও ৩০ হাজার গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।
দিনাজপুর বিজিবি সেক্টর সূত্রে জানা যায়, সোমবার দুপুরে হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের বাগমারা এলাকায় একদল চোরাকারবারি মাথায় কাপড়ের পোটলা নিয়ে বাংলাদেশ সীমানায় প্রবেশ করলে বিজিবির টহলদল তাদের ধাওয়া করে। এ সময় চোরাকারবারিরা ১৯টি পোটলা ফেলে পালিয়ে যায়।
উদ্ধার করা ১৭টি পোটলায় প্রায় সাড়ে ৫০০ পিস ভারতীয় জামদানি, কাতান, বেনারসি, কিরনমালা, কটকটি ও দেবদাস শাড়ি পাওয়া যায়। এছাড়া অপর পোটলাগুলো থেকে থান কাপড় ও সাড়ে ৭০০ পিস শিশুদের পোশাক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কাপড়ের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা।
এছাড়া দুটি পোটলা থেকে প্রায় ৩০ হাজার পিস গরু মোটাতাজাকরণের প্রাকটিন ও রেডিটিয়াস ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে হাকিমপুর উপজেলার বাগমারা গ্রামের আবেদ আলীকে (৩০) আটক করা হয়। এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে হাকিমপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।