অলিউল হক ডলার, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি নাচোল উপজেলার ঝিকড়া গ্রামের ফজর আলীর ছেলে সেরাজুল ইসলাম (৩৫)। নাচোল থানার ওসি ফাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, প্রতারণা মামলায় বিজ্ঞ আদালত সেরাজুল ইসলামের দু’বছর আগে দুই বছরের সাজা প্রদান করেন। সে সময় থেকে সে গা ঢাকা দেয়। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে উপজেলার গোসাইপুর এলাকা থেকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন।