বাগেরহাট প্রতিনিধি: ফেসবুকে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগ পেয়ে সোমবার বাগেরহাট জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কয়েকটি পরিবহন কোম্পানিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, মোহাম্মদ আলী সিদ্দিকী এবং মুহাম্মদ শাহরিয়ার মুক্তার নেতৃত্বে বাগেরহাট বাসস্ট্যান্ড, ফকিরহাট বাসস্ট্যান্ড ও কাটাখালীতে পৃথক অভিযান চালানো হয়।
এ সময় ঈদ-ফিরতি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং বাসে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে বিভিন্ন পরিবহন থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ জানান, ঈদ-পরবর্তী সময়ে বাগেরহাট থেকে দেশের বিভিন্ন জায়গার ছেড়ে যাওয়া যানবাহনে অতিরিক্ত যাত্রী বোঝাইসহ টিকিটের অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে জেলা প্রশাসন বাগেরহাটের ফেসবুক পেইজে এক ব্যক্তি একটি অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার ফকিরহাট, কাটাখালী ও সদর বাসস্ট্যান্ডে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
কাউন্টারের রেজিস্টার এবং উপস্থিত যাত্রীদের কেনা টিকেট পরীক্ষা করে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পেয়ে আদালত দায়ী পরিবহন কোম্পানিগুলোকে জরিমানা করেন। যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়াও ফেরত দেওয়ার ব্যবস্থা করেন তারা।
মানুষের যাতায়াত নিরাপদ করতে এবং যাত্রাপথের ভোগান্তি কমাতে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।