শ্রীবরদীতে ১ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৪ সেতুর উদ্বোধন

হাকিম বাবুল, শেরপুর: শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলার তাতিহাটি, কাকিলাকুড়া ও রানিশিমূল ইউনিয়নে এক কোটি ৪৩ লাখ ৩২ হাজার টাকা ব্যয়ে নির্মিত চারটি সেতুর উদ্বোধন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু ও কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় এসব সেতু নির্মাণ করা হয়। শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল হক চাঁন সোমবার সেতু চারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসব সেতু নির্মিত হওয়ায় এলাকার লোকজনের সহজ যাতায়াত ছাড়াও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

sherpur-pic-1-bridge-opens
শেরপুরের শ্রীবরদীতে ১ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৪ সেতুর উদ্বোধনী অনুষ্ঠান।

শ্রীবরদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, তাতিহাতি ইউনিয়নের গেরামারা-পুটল রাস্তার ওপর নির্মিত সেতুর নির্মাণ ব্যয় ২৪ লক্ষ ৯৮ হাজার ৩১৮ টাকা। কাকিলাকুড়া ইউনিয়নে বাঘহাতা-চিথলিয়া পাড়া রাস্তায় সাতবিলের খালের সেতুর নির্মাণ ব্যয় ৫৬ লক্ষ ৮৯ হাজার ১০৬ টাকা। রাণিশিমুল ইউনিয়নে হাতিবর কাইয়ুমের বাড়ির পিছনে খালের সেতুর নির্মাণ ব্যয় ৩২ লক্ষ ৫২ হাজার ৬৫০ টাকা। হাতিবর-চক্রপুর রাস্তায় ওমর আলীর বাড়ির নিকট খালের ওপর নির্মিত সেতুর নির্মাণ ব্যয় ২৯ লক্ষ ২ হাজার টাকা।
এসব সেতু উদ্বোধন উপলক্ষে দুপুরে বাঘাহাতা চিথলিয়া সাতবিল এলাকায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল হক চাঁন। কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদারের সভাপতিত্বে এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আমিনুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলম বক্তব্য রাখেন।

শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন রেজার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুড়িকাহনিয়া ইউপি চেয়ারম্যান নুরে আলম, সাবেক চেয়ারম্যান আজহার আলী মাস্টার,  সিংগাবরুনা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজনু, রাণিশিমুল ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, তাতিহাটি ইউপি চেয়ারম্যান আসাদ উল্লাহ বিল্লাল, আ’লীগ নেতা সালাহ উদ্দিন সালেম, মোহাম্মদ আলী লাল, এম এ মোনায়েম প্রমুখ।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, সাধারণ জনতা, আ’লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক লোক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.