জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: আন্তর্জাতিক শ্রবণ প্রতিবন্ধী সপ্তাহ উপলক্ষে ঝিনাইদহে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ‘ইশারা ভাষায় আমিও সমান’ এই শ্লোগানকে সামনে রেখে সোমবার সকালে এ র্যালির আয়োজন করা হয়। বাক ও শ্রবণ প্রতিবন্ধী কিশোর, তরুণ ও তাদের অভিভাবকরা র্যালিতে অংশ নেয়।
এইড ফাউন্ডেশন মিলনায়তন থেকে বের হয়ে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন ডিসি কোর্ট চত্তওে শেষ হয়। র্যালিশেষে আলোচনাসভার আয়োজন করা হয়।
সুরাইয়া পারভীন শিল্পির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিবন্ধি সেবা সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।
সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট-সিডিডি এর আর্থিক সহযোগিতায় এইড ফাউন্ডেশন সভাটি আয়োজন করে।
সভায় বক্তব্য রাখেন ডেফ প্যারেন্ট গ্রুপের সভাপতি জাকিরুল ইসলাম বাবু, সাংবাদিক সাজ্জাদ আহমেদ, ডেফ ক্লাবের সভাপতি শালে আহমেদ শাওন প্রমুখ।
সোশ্যাল ইনক্লুশন অব ডেফ চিল্ড্রেন এ্যান্ড ইয়াং পিপুল ইন বাংলাদেশ (আই এস –ডিসিওয়াইপি) প্রকল্পের র্যালীতে ও আলোচনা সভায় ,শিক্ষক, বাক ও শ্রবণ প্রতিবন্ধী কিশোর ও তরুণ, প্রতিবন্ধি শিশুদের অভিভাবক, ক্লাবের সদস্য, বিভিন্ন এনজিও কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি প্রতিবন্ধি সেবা সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন,বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের ইশারা ভাষার শিক্ষার উপর অভিভাবকদের সহযোগিতার কোন বিকল্প নেই। তিনি বলেন টিভিতে প্রচার সহ সব ক্ষেত্রেই ইশারা ভাষার গুরুত্ব দিয়েছে সরকার।