একেএম কামাল উদ্দিন টগর, আত্রাই (নওগাঁ): ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ শ্লোগানকে সামনে রেখে দেশব্যাপী গৃহীত কর্মসূচির আওতায় মঙ্গলবার সকালে আত্রাই উপজেলায় হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে পল্লী রেশন কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণের লক্ষ্যে ‘খাদ্যবান্ধব কর্মসূচি’ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, প্রচার সম্পাদক ও পাঁচুপুর ইউপি চেয়ারম্যান মোঃ আফছার আলী, আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ আক্কাছ আলী, সাহাগোলা ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম বাবু, মনিয়ারী ইউপি চেয়ারম্যান আল্লা-মা শেরই বিপ্লবসহ সকল ইউপি চেয়ারম্যান, ওসিএলএসডি মোহম্মাদ আলী, উপজেলা প্রকৌশলী মোঃ মোবারক হোসেন, উপজেলা যুব লীগের সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আমিনূল ইসলাম,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ সাজেদুর ইসলাম সেন্টু, মোঃ আব্দুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম চঞ্চল, জাতীয় শ্রমিক লীগ আত্রাই উপজেলা শাখার সভাপতি আব্দুস ছালাম কালু, সাংগাঠনিক সম্পাদ সুলতান আহম্মেদ উপজেলা মহিলা লীগ সাধারণ সম্পাদদিকা ছামসুন্নাহার রনি প্রমুখ।
উপজেলা খাদ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার আট ইউনিয়নে ১৬জন ডিলারের মাধ্যমে ৮হাজার ১ শত ৮৭জন কার্ডধারীর মধ্যে ১০ টাকা কেজি দরে প্রতি মাসে সপ্তাহে তিন দিন ৩০ কেজি করে চাল বিতরণ করা হবে। প্রতি বছরের মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর- এই পাঁচ মাস কর্মসূচির আওতায় পল্লী রেশন কার্ডধারী হতদরিদ্র পরিবারগুলো স্বল্পমূল্যে চাল পাবে।